Bengali

Department of Bengali

বিভাগ পরিচিতি:-

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের পাঠক্রম অনুসারে শ্যামাপ্রসাদ কলেজের বাংলা বিভাগে তিনবছরের ‘সাম্মানিক বাংলা’ এবং ‘সাধারণ বাংলা’ নিয়ে পড়বার সুযোগ আছে। বর্তমানে ক্রেডিট বেস চয়েস সিস্টেমে (CBCS) মোট ছ’টি সেমেস্টারে নিবিড় পাঠগ্রহণ-অন্তে সফল ছাত্রছাত্রীরা পরবর্তীকালে উচ্চশিক্ষা, কর্মসংস্থান অথবা জীবনের অপরাপর বৃহত্তর ক্ষেত্রে স্বীয় স্থান অনুসন্ধান করে নিতে পারে। শিক্ষা, গবেষণা ও গুণগত মান নিশ্চিত করা শ্যামাপ্রসাদ কলেজের বাংলা বিভাগের অন্যতম মূল উদ্দেশ্য। প্রবহমান সুদীর্ঘ জ্ঞানচর্চা, ভাষাচর্চা এবং সাহিত্য চর্চার পাশাপাশি শিশিক্ষু ছাত্রছাত্রীদের বৌদ্ধিক ও শৈল্পিক বিকাশের মধ্য দিয়ে তাদেরকে প্রকৃত মানবসম্পদ গড়ে তোলার দিকটিকেও বাংলা বিভাগ যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। সুনাম ও ঐতিহ্যের পরম্পরা বজায় রেখে প্রাচীন থেকে আধুনিক বাংলা সাহিত্যের নিরন্তর চলমানতার সঙ্গে ছাত্র-শিক্ষক সম্পর্কের মাধুর্য দিয়ে মাখা শ্যামাপ্রসাদ কলেজের বাংলা বিভাগ একদিন বাংলা চর্চার উৎকর্ষ-কেন্দ্রে পরিণত হবে এই বিশ্বাস।

বিভাগীয় ই-মেল ঠিকানা :  spcbangla@gmail.com

List of Faculty Members

No                Name                                 Qualification                                   Designation

1          Dr. Chandrabali Dutta               M.A, Ph.D                                        Assistant Professor

2          Indrani Mukhopadhyay           M.A, M.Phil                                      Assistant Professor

3          Saheb Hembrom                     M.A, M.Phil                                      Assistant Professor, Head

4          Dr. Debajyoti Mondal              M.A, Ph.D                                         Associate Professor

5          Debabrata Mondal                 M.A, M.Phil                                       Visiting Faculty